দাঁতের![]()
![]()
সমস্যা সমাধানে আমাদের কাছে আছে :
প্রধান উপাদান : শুঁঠ, হরীতকী, মুথা, খদির, কর্পর, মরিচ, লবঙ্গ, দারুচিনি, সুপারী
জন্ম এবং ফুল খড়ি ইত্যাদি।
প্রয়োগ ক্ষেত্র: এই চূর্ণ দ্বারা প্রত্যহ দন্ত মার্জনা করিলে মুখ পরিস্কার ও মুখের এবং
দাঁতের মাড়ির ঘা ও যাবতীয় পীড়া নিবারিত হয়। মুখ গহ্বর ও নিঃশ্বাস বায়ু সুরভিত
হয়। ইহা নিয়মিত ব্যবহারে পাইওরিয়া সহ দাঁতের গোড়া ফুলা, দাঁত নড়া, দন্তক্ষয়,
দাঁত কনকনানি, ঠান্ডা সহ্য করিতে না পারা, পূঁজ পড়া, সান্নিকের বেদনা এবং
ছোটদের দাঁতের পোকা ইত্যাদি যাবতীয় দন্তরোগ দূরীভুত হয় এবং অজীর্ণ
ডিসপেপসিয়া প্রভৃতি রোগ সম্বন্ধে নিশ্চিত থাকা যায়।

