শুক্রসঞ্জীবনী মোদক
(ঔষধ প্রশাসন রেজিঃ নং-আয়ু-৫৮৩-০০৫)
প্রধান উপাদান: ভূমি কুষ্মাণ্ড চূর্ণ, আলকুশী চূর্ণ, যষ্টিমধু, শেওরা বীজ, বৈ ছাতু, চিনি, দুগ্ধ, জায়ফল, দারুচিনি, এলাচ, তেজপাত্র, শটা, শুঠ, যমানী, পিপুল ও মরিচ ইত্যাদি।
প্রয়োগ ক্ষেত্র : রতি ও বীর্য বর্ধক, তেজ ও বলকারক। লিঙ্গের স্বন্নতা লাশন্ত, শুক্রস্খলন ও শুক্রমেহ নিবারক, মহিলাদের জরায়ু দৃষ্টি নাশক এবং পুরুষের জননেন্দ্রিয়ের শক্তি বর্ধক, বুদ্ধি, স্মৃতি প্রসাদক রসায়ন।
সেবন বিধিঃ সকাল ও সন্ধ্যায় ৬ গ্রাম মাত্রা ঔষধ মধু সহ সেবন করিয়া পরে এক কাপ দুধ সেব্য।
সরবরাহ ব্যবস্থা: প্লাষ্টিকের কৌটায় সরবরাহ করা হয়।

