[ঔষধ প্রশাসন রেজিঃ নং-আয়ু-৫৮এ-০২৮]
প্রধান উপাদান: আমলকী, পিপুল, কিস্মিস্, বংশলোচন, বেল মূলের ছাল, গণিয়ারী মূলের ছাল, সোনা মূলের ছাল, পারুল মূলের ছাল, বেড়েলা মূল, শালপানি, চাকুলে, মুগানী, মাষানী, গোক্ষুর, দ্রাক্ষা, জীবন্তী, কুড়, হরীতকী, রক্ত চন্দন, ছোট এলাচ, বাসক ছালের মূল, গব্য ঘৃত প্রভৃতি।
প্রয়োগ ক্ষেত্র: ফুসফুস ও হৃদ যন্ত্রের রোগ, অপুষ্টি, মূত্র যন্ত্রের রোগ, কফদুষ্টি, যক্ষারোগ, শ্বাসরোগ, কাশ, স্বরভঙ্গ, শুক্রদৃষ্টি, কান পাকা, বাতরোগ প্রভৃতি দূরীভূত হইয়া শরীর বলিষ্ট ও রোগ প্রতিরোধ শক্তি গড়িয়া তোলে। অধিকন্তু ইহা মেধা, অগ্নিবল ও মাংস বর্ধক। বৃদ্ধের ও জ্বরাজীর্ণ রোগীদের জন্য অমৃতোপম।
সেবন বিধি: প্রত্যেহ সকাল ও সন্ধ্যায় অর্ধতোলা ঔষধ মধুসহ সেবন করিয়া ঈষৎ উষ্ণ দুগ্ধ সেব্য।
সরবরাহ ব্যবস্থা: প্লাষ্টিকের কৌটায় সরবরাহ করা হয়।

